নিউজ ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৫ ০০:২৮

ক্রীড়ালেখক সমিতির আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রোববার

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ও সাকের অটো ব্রিক এর পৃষ্ঠপোষকতায় ‘সাকের অটো ব্রিক-ক্রীড়ালেখক সমিতি আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন আজ(২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ও সাকের অটো ব্রিক এর পৃষ্ঠপোষকতায় ‘সাকের অটো ব্রিক-ক্রীড়ালেখক সমিতি আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন আজ(২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সাকের  অটো ব্রিক’ এর সত্বাধিকারী আতাউল্লাহ মোহাম্মদ সাকের। প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সময় টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান ইকরামুল কবীর ইকু ও দৈনিক প্রথম আলো’র সিলেট ব্যুরো চিফ উজ্জ্বল মেহেদী।

 উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মানব চাট্টার্জ্জী, সাধারণ সম্পাদক  মান্না চৌধুরী ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক শফিকুর রহমান চৌধুরী। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নেবেন মঈন উদ্দিন মন্জু-তুহিন চৌধুরী জুটি বনাম মাহবুবুল আলম ছাদেক-আহমদ ইয়াসিন খান জুুটি, শফিকুর রহমান চৌধুরী-মোস্তাফিজ রুমান জুটি বনাম মান্না চৌধুরী-মামুন খান জুটি, চয়ন চৌধুরী-রফিকুল ইসলাম কামাল জুটি বনাম আহবাব মোস্তফা খান-ইয়াহ্ইয়া ফজল জুটি, মানব চাট্টাজ্জী-হাসান মোহাম্মাদ শামীম জুটি বনাম মিজান আহমদ চৌধুরী-কাইয়ূম আল রনি জুটি।



আপনার মন্তব্য

আলোচিত