নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০১৫ ১৭:১২

তুষার-সোহানের সেঞ্চুরীতে রানের পাহাড়ে খুলনা, সিলেটের ব্যাটিং বিপর্যয়

তুষার ইমরানের অপরাজিত ১৭৭ এবং নুরুল হাসান সোহানের ১১৫ রানের দুর্দান্ত ২ সেঞ্চুরীর উপর ভর করে এই সংগ্রহ দাঁড় করায় তারা


১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করেছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক । প্রথম দিনের ৪ উইকেটে ২৮০ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে তুষার ইমরানের অপরাজিত ১৭৭ এবং নুরুল হাসান সোহানের ১১৫ রানের দুর্দান্ত ২ সেঞ্চুরীর উপর ভর করে এই সংগ্রহ দাঁড় করায় তারা । সিলেটের পক্ষে অধিনায়ক অলক কাপালী ৭৬ রানে ৩ ও আহমেদ সাদিকুর ১০৮ রান খরচায় ৩ উইকেট লাভ করেন ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেটের ইনিংস । ৫ রান করেই ওপেনার তান্না আউট হয়ে যান । সায়েম আলম রিজভী ৪৪ ও এনামুল হক ২৩ রান করে আউট হন । কোন রান করার আগেই আউট হয়ে যান অভিজ্ঞ রাজিন সালেহ ।
দিনশেষে দলনায়ক অলক কাপালী ০ ও উইকেট রক্ষক আনোয়ার আকবর ৩ রান নিয়ে ব্যাট করছিলেন ।
খুলনার পক্ষে রবিউল ইসলাম ২টি। আব্দুর রাজ্জাক ও সৈয়দ রাসেল ১ টি করে উইকেট লাভ করেন।



আপনার মন্তব্য

আলোচিত