১০ মে, ২০২০ ০২:৪১
কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার জার্সি দুটি জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকায়। ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে নিলামে তোলা হয় অকাল প্রয়াত মুন্নার জার্সি দুটি।
বিজ্ঞাপন
১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশ লাল দলের হয়ে যে জার্সিটি পরে খেলেছিলেন সেটি নিলামে তোলা হয়েছিল। যার ভিত্তি মূল্য ছিল ২ লাখ টাকা। নিলামে ৩ লাখ টাকায় জার্সিটি কিনে নেয় প্রযুক্তি প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট।
জাতীয় দলের জার্সিটির সঙ্গে মুন্নার আবাহনীর একটি জার্সি নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছে ২ লাখ ১০ হাজার টাকায়। কিনে নেন এইচএসবিসির সিইও মাহবুবুর রহমান।
করোনাভাইরাসের এই দুর্যোগময় সময় অসহায়দের পাশে দাঁড়াতে মুন্নার স্মৃতিময় জার্সি নিলামে তোলেন তার স্ত্রী সুরভী মোনেম। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই অসহায়দের মাঝে দান করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
এদিন একই সঙ্গে নিলামে তোলা হয়েছিল সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি। ২০১৩ সাফের ফাইনাল ম্যাচ পরিচালনার জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়।
আপনার মন্তব্য