১৭ মে, ২০২০ ১২:০০
করোনা মহামারিতে সবকিছু যখন স্থবির তখন মানুষকে বিনোদন দিতে রীতিমতো উপস্থাপক হয়ে বসলেন ২২ গজের মাস্টারপিস তামিম ইকবাল খান। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সামাজিক মাধ্যমে লাইভে যুক্ত করতে থাকেন জাতীয় ক্রিকেট দলের তারকাদের।
এবার তামিমের অতিথি ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।
সোমবার রাত সাড়ে দশটায় বাঁহাতি এই ওপেনারের বিশেষ অতিথি ভারতের এই অধিনায়ক।
ভক্তরা নিশ্চয় এই আড্ডাটি মিস করতে চাইবেন না।
২২ গজের গল্প তো বটেই এর বাইরের অনেক মজার মজার গল্প তুলে আনতে থাকেন তামিম।
মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া এই লাইভ সেশনে তামিমের অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, লিটন দাসরা।
শুধু তাই নয়, বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে যুক্ত করেছিলেন তামিম। দেশের গণ্ডি ছাড়িয়ে গেল বুধবার বিদেশি অতিথি হিসেবে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। এরপর ভারতের রোহিত শর্মাকে লাইভে নিয়ে এসে আরও বড় চমক নিয়ে আসেন তামিম।
আপনার মন্তব্য