শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ জুন, ২০২০ ১৭:৪২

সেই ইউপি সদস্যের বিরুদ্ধে এবার এলাকাবাসীর অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদের নারী সদস্য মিনারা বেগমের বিরুদ্ধে উপকারভোগীদের ভাতার কার্ডে কমিশন বাণিজ্য করার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী৷

গত ৮জুন দুপুরে এলাকাবাসীর পক্ষে কয়েকজন সেই নারী সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দাখিল করেন৷

অভিযোগপত্রে ভুক্তভোগীরা বলেন, বিভিন্ন সময়ে আমরা বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও গর্ভকালীন ভাতার কার্ড করার জন্য উনার (মিনারা বেগম) কাছে যাই৷ উনি কমিশন ছাড়া এসব কার্ড করে দেন না, বিভিন্ন ধরনের ভাতার কার্ডের জন্য উনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দাবি করেন৷ টাকা দিতে না চাইলে উনি কার্ড করে দিতে চান না, তাছাড়া গর্ভভাতার জন্য উনাকে আলাদা করে টাকা দিতে হয়৷ কার্ড করার জন্য উনাকে অগ্রিম টাকা দিতে হয়, আবার অনেক সময় চুক্তি করেও টাকা নেন৷ কেউ টাকা না দিলে তিনি কার্ড বাতিল করার হুমকী দেন, আমাদের অনেকের কাছ থেকে টাকা নিয়ে কার্ড করে দেন নি তিনি৷ সরকার আমাদের মত দরিদ্র মানুষের জন্য এসব ভাতার ব্যবস্থা করেছেন ওই ইউপি সদস্যর কারনে সরকারের বরাদ্দকৃত টাকা আমরা পাচ্ছি না৷

অভিযোগপত্রে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন ভুক্তভোগী জ্যোস্না বেগম, সফর আলী, লুধু মিয়া৷

অভিযোগের ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিঢোরকে বলেন, আমি এরকম একটা অভিযোগ পেয়েছি। আমি ওই নারী ইউপি সদস্যের বিষয়টি তদন্ত করার জন্য দুই সদস্যের একটি কমিটি করে দিয়েছি৷ বিষয়টি এখন তদন্তাধীন তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন সিলেটটুডে টোয়েন্টিফোরে এই নারী সদস্যের বিরুদ্ধে "কমিশন ছাড়া উপকারভোগীদের কার্ড করে দেন না ইউপি সদস্য" শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিলো৷

আপনার মন্তব্য

আলোচিত