১৬ জুন, ২০২০ ২৩:৪৩
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৯ জুন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী সাক্ষরিত জনস্বার্থে এক আদেশে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজীকে বরখাস্ত করা হয়।
জারিকৃত আদেশ সূত্রে জানা যায়, দিরাই থানায় দায়েরকৃত মামলা নং ১৫৯/১৮ এর এজহারভুক্ত আসামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান কাজীর বিরুদ্ধে পুলিশের দাখিলকৃত প্রতিবেদনটি আদালত কর্তৃক গ্রহীত হয়। ইউপি চেয়ারম্যান কর্তৃক অপরাধমূলক কার্যক্রম পরিষদের জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ খ্রিস্টাব্দের ২১ নভেম্বর সকালে ভাটিপাড়া গ্রামে, চেয়ারম্যান শাহজাহান কাজীর অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার জের ধরে ভাটিপাড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আনোয়ার কাজী নামের এক ব্যাক্তি নিহত হন। এ ঘটনায় শাহজাহান কাজীকে প্রধান আসামী করে নিহতের ভাই সানোয়ার কাজী বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য