
১৭ জুন, ২০২০ ১৩:০১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও দুইজনের শরীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
শনাক্ত হওয়া রোগীদের একজন নারী (৬২)। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকার বাসিন্দা। আরেকজন শিশু (১১) যার বাড়ী উপজেলার আশিদ্রোণ ইউনিয়নে।
বিজ্ঞাপন
বুধবার শ্রীমঙ্গল উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের নমুনা গত ৬ জুন সংগ্রহ করে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে গতকাল একটি ও আজ একটি রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলো লকডাউন করা হবে বলেও জানান তিনি।
আক্রান্ত শিশু ও নারী সুস্থ আছেন এবং তারা হোম আইসোলেশনে আছেন।
এ দিকে দশদিন আগে নমুনা দেওয়ার সময় আক্রান্ত নারী অসুস্থ থাকলে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন বলে সিলেটটুডেকে জানিয়েছেন আক্রান্ত নারীর ছেলে।
উল্লেখ্য, এ পর্যন্ত শ্রীমঙ্গলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে যাদের মধ্যে দুজন মারা গিয়েছেন এবং ১০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আপনার মন্তব্য