২০ জুন, ২০২০ ১৫:২০
মৌলভীবাজার জেলায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার দুজন রয়েছেন। বাকীরা জুড়ী উপজেলার।
শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ জানান, 'গতকাল রাতে ঢাকা থেকে সদরের দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট জানানো হয়।
জুড়ীর ইউএইচও ডা. সমরজিৎ সিংহ জুড়ীতে নতুন করে ৬ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৯ জন, সুস্থ হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন ৪ জন।
আপনার মন্তব্য