সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২০ ২২:৩০

‘জেনারেল ওসমানী কাজের মাধ্যমে ইতিহাসে তার নাম রেখে গেছেন’

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী এক কিংবদন্তির নাম। যার বিরল নেতৃত্বের গুণে মহান মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি শত্রুমুক্ত একটি স্বাধীন সোনার বাংলা, যা বিশ্বের ইতিহাসে বিস্ময়। মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানী বিশেষ অবদান রেখে আমাদের সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। বঙ্গবন্ধুর মত জেনারেল ওসমানীও সুনাম অর্জন করতে পেরেছেন। ইতিহাসে জেনারেল ওসমানী কাজের মাধ্যমে তার নাম রেখে গেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি ও ওসমানী যাদুঘরের উদ্যোগে, বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী’র ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ।

তিনি আরও বলেন, জেনারেল ওসমানী শৃঙ্খলিত জীবনের অধিকারী ছিলেন বলে জাতির দুর্যোগময় মুহূর্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতীয় জীবনে বার বার শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করেছেন। তার চিন্তা চেতনা, আপোষহীনতা প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে জাগ্রত হোক এই প্রত্যাশা সকলের।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ডা. এম. এ রকিবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুদীপ বৈদ্যের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলার এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, ফুলকরি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, বি. এইচ. আর. সি গভর্নর ড. আর. কে ধর, বি.এম.বি.এফ সিলেট বিভাগের সভাপতি ড. দিলিপ কুমার দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট সুজিত বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা এম. এ মালেক, রোটারীয়ান আসাদুজ্জামান।

আরও বক্তব্য দেন, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট সনাপের সভাপতি মো. বেলাল উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মণ, আইনজীবী সহকারি সমিতির সভাপতি শাকিল আহমদ, সাংবাদিক এম. এ মতিন, ডা. জানুদত্ত সেনাপতি, আলেয়া ইকবাল চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. মামুন চৌধুরী, আশিকুর রহমান রব্বানী, খালেদ মিয়া, ইউসুফ সেলু, আপ্তাবুর ইসলাম জবর, আব্দুস শহীদ ছালেক প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত