কুলাউড়া প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২০ ২১:৫৬

স্বামীর সাথে মনোমালিন্যের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর সাথে মনোমালিন্যের জেরে কাজলি রানী দাস (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার বাসিন্দা অসিত কুমার দাসের পুত্র অমিত কুমার দাসের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা, গৃহবধূর শশুরালয়ের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অমিত কুমাররে সাথে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের অতিরঞ্জন দাসের কন্যা কাজলি রাণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ মাস আগে (ফাল্গুন মাসে) বিয়ে হয় তাদের। এরপর থেকে তারা একই বাড়িতে আলাদা সংসার করতেন। অমিতের স্থানীয় শ্রীপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কাজলি ৪ মাসের গর্ভবতী ছিলেন।
মঙ্গলবার বিকেলে জ্বালানী কাঠ নিয়ে অমিতের সাথে কাজলির কথা কাটাকাটি হয়। এরপর অমিত নিজের দোকানে চলে যান। সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে অভিমান ও ক্ষোভে কাজলি রানী ঘরের আড়ায় গলায় ফাঁস দেন। শশুরালয়ের লোকজন বিষয়টি টের পেয়ে ঝুলন্ত কাজলির গলার ফাঁস খুলে পরে তাকে উদ্ধার করে রাত ৮ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত