তাহিরপুর প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২১ ১৮:২৫

তাহিরপুরে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা আব্দুর জহুর চত্বরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল দাস,সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম,মোনায়েম রাজা প্রমুখ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎপল দাস জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের ব্যবস্থাপনায় তাহিরপুর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে এ বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, লকডাউন কার্যক্রমের মধ্যে উপজেলার জনসাধারণ ভ্রাম্যমাণ এই বিক্রয়কেন্দ্রে থেকে ন্যায্যমূল্যে দুধ, ডিম, মাংস সংগ্রহ করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত