ছাতক প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২১ ১৯:২৩

ছাতক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

সুনামগঞ্জের ছাতক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার ৭০০ জন কৃষকদের মধ্যে এসব ধান বীজ ও রাসায়নিক সার আনুষ্ঠানিক বিতরণ করন উপজেলা কষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হাসন খান।

প্রত্যেক উপকারভোগী কৃষককে ১বিঘা জমির বিপরীতে ১কজি উফশী আউস ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা ইসলামপুর, নোয়ারাই, ছৈলা-আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও দোলারবাজার ইউনিয়নের ৮০জন করে, ছাতক সদর, কালারুকা, উত্তর খুরমা, জাউয়া, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নে ৪০জন করে এবং দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নে ৩০জন করে কৃষককে এসব ধানবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, শাহ পারভেজ, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর, সুহেব মাহমুদ, ফারুক আহমদ ও বিদ্যুৎ তালুকদার উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত