নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২১ ২১:১৫

নগরীর মীরাপাড়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, সাড়ে তিনলক্ষ টাকা জরিমানা

সিলেট নগরীর মীরাপাড়া এলাকার এক গ্রাহক অবৈধভাবে এয়ারকন্ডিশনে বিদ্যুৎ ব্যবহার করছেন। সিলেট কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্রে টেলিফোনে এই তথ্য জানান আরেক গ্রাহক। সেই ফোনকলের সূত্র ধরে গত সোমবার (১২ এপ্রিল) এক বিশেষ অভিযান পরিচালনা করেন এসএন্ডডি-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

মীরাপাড়া এলাকাটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট এসএন্ডডি-২ এর আওতাধীন।

পিডিবি সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা কালে মীরাপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম এর পানির মটর, ফ্রিজ এবং তানজিম আহম্মেদের এয়ারকন্ডিশনে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে জাহিদুল ইসলামকে ১ লক্ষ ৪৮ হাজার টাকা এবং তানজিম আহম্মেদকে২ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন উক্ত অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএন্ডডি-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, দায়ী ব্যক্তিগণ জরিমানা বিল পরিশোধ করেছেন। বিগত কয়েক মাসে এধরনের অভিযানে প্রায় অর্ধকোটি টাকা জরিমানা আদায় এবং ৫২ টি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর তথ্যদাতাকে ধন্যবাদ জানিয়েছে পিডিবি।

আপনার মন্তব্য

আলোচিত