বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ মে, ২০২১ ১৪:৪০

এক বছর করোনা রোগীদের সেবা দিয়ে নিজেই আক্রান্ত

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে  রয়েছেন। শনিবার রাতে তার করোনা পজিটিভি রিপোর্ট আসে।

ডা. আবু ইসহাক আজাদ জানান, সম্প্রতি শরীরে করোনাভাইরাসের বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা জন্য নমুনা ল্যাবে প্রেরণ করি। শনিবার রাতে ল্যাব থেকে আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামস্থ নিজবাসায় হোম আইসোলেশনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছি। তিনি জানান, বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর পথে। আমি সকলের দোয়া প্রত্যাশী।

এদিকে, ডা. আবু ইসহাক আজাদসহ গত ২৪ ঘণ্টায় বিয়ানীবাজার উপজেলা আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩২ জনে। এর মধ্যে মারা গেছে ২৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৭২ জন।

আপনার মন্তব্য

আলোচিত