সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৫ ২৩:৫৫

আইটি ল্যাব সলিউশন্সের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তথ্য প্রযুক্তি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। গত ২০ নভেম্বর নগরীর ধোপাদিঘীরপাড়স্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, প্রতিষ্ঠানের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন আইটি ল্যাব সলিউশন্স এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আইটি ল্যাব সলিউশন্স এর কর্মকান্ড নিয়ে একটি স্লাইড শো প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী।

এরপর বিশিষ্ট লেখক, রবীন্দ্র গবেষক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ডিরেক্টর (ফিনান্স) মিহির কান্তি চৌধুরী আইটি ল্যাব সলিউশন্স এর অংশীদারি প্রতিষ্ঠান থেকে প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এরপর অভ্যাগত অতিথিদের নিয়ে কেক কেটে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় শুভেচ্ছা বক্তব্যে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে আইটি ল্যাবের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

কেক কাটার পর উপস্থিত সুধীজনদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির খান, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম'র সম্পাদক শাহ্‌দিদার আলম চৌধুরী, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'র নির্বাহী সম্পাদক প্রত্যুষ তালুকদার, শ্যামল সিলেট'র বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সাংবাদিক দেবাশীষ দেবু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার ফখর উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন কর্মকর্তা খলিলুর রহমান ফয়সাল, রপ্তানিকারক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স-এর কর্মকর্তা শওকত মোস্তফা, সিলেট ক্যাডেট কলেজের সিনিয়র শিক্ষক নিত্যানন্দ পাল ও আইটি ল্যাব সলিউশন্স'র প্রধান কর্মকর্তা হংসব্রত ভট্টাচার্য।

অনুষ্ঠানের শেষপর্বে র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আইটি ল্যাবের পরিচালক (অর্থ) বিজন কৃষ্ণ চক্রবর্তী, পরিচলক (ব্যবসা সম্প্রসারণ) রাজিত দত্ত, পরিচালক মশরুর আহমেদ ফাহিম ও আখতারুজ্জামান চৌধুরী লিটু উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত