সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৭

সাবেক হুইপ আসপিয়া’র দাফন সম্পন্ন

জাতীয় সংসদের সাবেক হুইপ, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে সর্বশেষ জানাযা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপি, সুনামগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সর্বশেষ জানাযা ও দাফনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি নাদির আহমদ, যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মাহবুবুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখত, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি নাদির আহমদ, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, মরহুমের ছেলে ব্যারিস্টার মো. আবিদুল হক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ।

প্রবীণ রাজনীতিবিদ ফজলুল হক আসপিয়া বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ডেঙ্গুজ্বরে ভূগছিলেন। বাদ এশা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুম ফজলুল হক আসপিয়ার ১ম জানাযা এবং রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা নিজ বাসভবন সংলগ্ন মসজিদে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। দুটি জানাযায় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

 

আপনার মন্তব্য

আলোচিত