তাহিরপুর প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২৪ ২৩:০৫

‘আমরারে ডাইকা আইনা ইফতার দিছে’

'আমারে ডাইকা আইনা ইফতার দিছে বসুন্ধরা শুভসংঘের লোকজনে, আল্লাহ বসুন্ধরার মালিকরে ভালা করবাইন', ইফতার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এভাবেই কথাগুলো বলেন দৃষ্টি প্রতিবন্ধী এমদাদ হোসেন।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বাসিন্দা।

সোমবার (১ এপ্রিল) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের মধ্যবাজারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পথচারী ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শুধু এমদাদ হোসেনেই নয়, রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার পেয়ে খুশি পথচারী ও দরিদ্র মানুষজন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তাহিরপুরের উপদেষ্টা গোলাম সরোয়ার লিটন, সাধারণ সম্পাদক রূপম আখঞ্জি, জুবায়ের আহমদ, একরাম হোসেন, ইসলাম উদ্দিন, চয়ন চন্দ প্রমুখ।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, বসুন্ধরা সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। পবিত্র রমজান মাসে পথচারী ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে যা নিঃসন্দেহে ভাল কাজ।

আপনার মন্তব্য

আলোচিত