তাহিরপুর প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২৪ ০৩:১৪

তাহিরপুরে যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় সাত দিন মেয়াদী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে যাতায়াত ভাতা ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, সমবায় কর্মকর্তা আশীষ আর্চাজী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম, সাংবাদিক সওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আপনারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দেশের কল্যাণে কাজ লাগাবেন। বঙ্গবন্ধু সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব সারাদেশে যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তার সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত