সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৪ ০০:০৩

দক্ষিণ খোজারখলায় একাধারে ৪০ দিন নামাজ আদায় করায় পুরস্কার প্রদান

সিলেট নগরী দক্ষিণ খোজারখলা এলাকায় একাধারে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় এবং নামাজে শিশু-কিশোর ও যুবকদের উৎসাহিত করার লক্ষ্যে দক্ষিণ খোজার খলা যুব সমাজের উদ্যোগ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ খোজারখলা জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আলহাজ ফারুক আহমদ, সদস্য রফিক মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই, দক্ষিণ খোজারখলা জামে মসজিদের মোতাওয়াল্লি মো. বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে মেহরাব হোসাইন মামনুন। উদ্যোক্তা রাজু আহমেদ, মিজানুর রহমান ও রেদওয়ান আহমেদ লিজু উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হোসেন আলী। শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ খোজারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান।

একাধারে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় ১০ জনকে ১ম পুরস্কার বাইসাইকেল, নামাজে ১ দিন অনুপস্থিত থাকায় ৫ জনকে ২য় পুরস্কার বাইসাইকেল, ২ দিন অনুপস্থিত থাকায় ৪ জনকে ৩য় পুরস্কার টেবিল ফ্যান ও অনিয়মিত জামাতে নামাজ আদায়কারী ৮ জনকে ৪র্থ পুরস্কার ঈদ উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত