নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০১৬ ১৮:৫৭

এক মামলায় দুই দফা বহিষ্কার জিকে গউছ

আরেকবার বহিস্কার করা হলো হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছকে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভূক্ত আসামী হওয়ার ফের মেয়র পদ থেকে বহিস্কার করা হলো তাকে।

এরআগের মেয়া্দেও একই মামলার কারণে মেয়র পদ থেকে বহিস্কার করা হয়েছিলো তাকে। যদিও মামলার আসামী এবং কারাবন্দি থাকা অবস্থায়ই নির্বাচন করা সুযোগ পেয়েছিলেন গউছ। তবে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর পুণরায় তাকে বহিস্কার করা হলো।

২৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার (পৌরসভা) বিভাগের সরকারি সবিচ একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

রোববার (২০ মার্চ) হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র দিলীপ দাসের কাছে ডাকযোগে এ চিঠি প‍াঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পৌর মেয়র জিকে গউচের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন থাকায় তার ক্ষমতার ব্যবহার বেআইনি। তাই তাকে বহিষ্কার ও সেই সঙ্গে প্যানেল মেয়র দিলীপ দাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

হবিগঞ্জ পৌর সচিব নুর-ই-আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও জি কে গৌছকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য,২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে জনসভা শেষে বাড়ি ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন।

ওই মামলায় অভিযুক্ত আসামি পৌর মেয়র জি কে গউছ বর্তমানে কারাগারে।

আপনার মন্তব্য

আলোচিত