বিশ্বনাথ প্রতিনিধি

২০ মার্চ, ২০১৬ ২২:০২

শুধু উন্নয়ন দিলে চলবে না মানুষের নিরাপত্ত্বা দিতে হবে : এহিয়া চৌধুরী

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শুধু উন্নয়ন দিলেই সরকারের দায় শেষ হবে না, মানুষের জান-মালের নিরাপত্তাও দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ মিলিয়ন ডলার লুঠপাট হওয়ার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংকের টাকা লুটপাটের কারণে প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীও আজ আতঙ্কে রয়েছেন। ব্যাংক ভরা টাকা আর গোলা ভরা ধান থাকলেই চলবেনা মানুষের জান-মালের পাশাপাশি সম্পদের নিরাপত্তাও সরকারকে দিতে হবে। অন্যতায় দেশের মানুষের কাছে আ’লীগের নেতারাই প্রশ্নবিদ্ধ হবেন, জনগন সরকারদলীয় নেতাকর্মীদেরই দায়ী করবে। এখন সরকারের উচিত টাকা লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমোখি করা।

রবিবার বিকেলে বিশ্বনাথের সিঙ্গেরকাছ বাজারে অনুষ্ঠিত দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে তিনি প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ‘শেখেরগাঁও-চানপুর-জগদ্বিশপুর সড়ক’র পাকাকরণ ও প্রায় ১৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ‘সিঙ্গেরকাছ-টুকেরবাজার-রসুলগঞ্জ সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, একেএম দুলাল, ফিরুজ আলী, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুল মুকিদ ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শফিক আহমদ পিয়ার, জার্তীয় পার্টি নেতা আছাব উদ্দিন, আবদুল কাইয়ুম, বদর উদ্দিন, কামরুজ্জামান, রুহুল আমীন, ইরাজ আলী, শাহীন আহমদ, শের খান, উমর আলী, প্রদীপ দেব, নুমান আহমদ, নাসির উদ্দিন, ইরন মিয়া, মিজান চৌধুরী, ইব্রাহিম আলী, উপজেলা যুবসংহতির আহবায়ক ফেরদৌস আলী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জিয়া উদ্দিন, সেলিম মিয়া, সদস্য সচিব গোলাম জবদানী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত