নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০১৬ ১১:০৩

হুমায়ুন চত্বরে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সিলেট নগরীর প্রবেশপথ হুমায়ুন রশিদ চত্বরে শ্রমিক লাঞ্ছনার জের  করা ধরে অবরোধ বেলা সাড়ে ১২টায় প্রত্যাহার করেছে বাস-ট্রাক পরিবহন শ্রমিকরা।

জানা যায়, এক পরিবহন শ্রমিককে পুলিশ কর্তৃক লাঞ্ছনা করার প্রতিবাদে সোমবার (২১ মার্চ) সকাল থেকেই হুমায়ুন চত্বরের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, পরিবহন শ্রমিকরা তাদের গাড়ি রাস্তায় রেখে রাস্তার চার পাশ অবরোধ করে রেখেছে। এ সময় সিলেট ঢাকা বাইপাস সড়ক এবং নগরীর প্রবেশ পথ হযরত শাহজালাল (র:) সেতুতে প্রচুর যানজট লক্ষ করা যায়।

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ সময় একজন কলেজ শিক্ষার্থী জানান, রাস্তা বন্ধ করে দেয়ার কারণে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, শহরের বাইরে থেকে শহরে প্রবেশ করতে অনেক জায়গা হাঁটতে হয়েছে। 

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসির সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা তাকে পাওয়া যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত