সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৬ ০০:৪৭

ইউপি নির্বাচন: সিলেট সদরের ৮ ইউনিয়নে যান চলাচলে নিষেধাজ্ঞা

সিলেট সদরের ৮টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১৮ মার্চ) মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উল্লেখিত সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা:
এদিকে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন।

একই সঙ্গে নির্বাচনের আগের দিন (২১ মার্চ) মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২২ মার্চ মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় টেক্সিক্যাব, বেবি ট্যাক্সি, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

আপনার মন্তব্য

আলোচিত