সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৬ ১৫:৪১

'পরিচ্ছন্ন নগরী গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই'

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছেন, আমাদের নগরী পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। সিলেট সিটি কর্পোরশনকে আধুনিকায়ন, সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে বুক্ষরোপনের বিকল্প নেই। একটি বৃক্ষ আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ। বৃক্ষরোপনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের ভবিষতের কথা চিন্তা করে সবাইকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে হবে।

তিনি সোমবার (৯ মে) সিলেট নগরীর আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৈমুর রাজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুয়েব খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবেব বক্তব্যে রাখেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাশ, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, বিশিষ্ট মুরব্বী এডভোকেট আখতার বক্রা, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিদ্দেক আলী, আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা শওকত আলী।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব সুলতান মিয়া বাদশা, আখালিয়া নবাব মসজিদের সাধারণ সমম্পাদক হেলাল আহমদ, সুরমা মেডিকেল সার্ভিসেস এর পরিচালক আলতাফুর রহমান, পূর্বাশা আখালীয়া বাজারের সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, সামছুদ্দিন খান লুকু, উস্তার মিয়া, এনাম আহমেদ, আসাদ মিয়া, সুমল আহমেদ, নুর মিয়া, সামিম আহমদ, আলমগীর, শিপু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত