নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৬ ০১:১৭

রাগীব আলী ও তার ছেলের ব্যাংক হিসাব তলব

জালিয়াতি মামলার পরোয়ানা নিয়ে পলাতক থাকা শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই দুজনের একাউন্ট থাকা ব্যাংকগুলোকে দুজনের ব্যাংক হিসাব খোলার ফরম ও হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে ও সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ দুজনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

জানা গেছে, দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার দুটি মামলায় রাগীব আলী ও তাঁর ছেলেমেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গত বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালত। ওইদিন বিকেলেই রাগীব আলী তার ছেলে ও ছেলের বউকে নিয়ে ভারতে পালিয়ে যান। সিলেটের জকিগঞ্জ হয়ে তারা ভারতের করিমগঞ্জে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত