বিয়ানীবাজার প্রতিনিধি

০৩ আগস্ট, ২০১৭ ২১:০০

‘বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়াবে’

মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার নেতৃবৃন্দ বলেছেন বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বাড়াবে। দাবি আদায়ের লক্ষ্য বাস্তবায়নে সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে বলেও জানান তারা। প্রয়োজনে সারা দেশের শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। সেই সমাবেশে শিক্ষকদের গণস্বাক্ষর এবং মানববন্ধন কর্মসূচিও পালিত হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিয়ানীবাজারের পিএইচজি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেছেন সমিতির সভাপতি মু. মজির উদ্দিন আনসার মাস্টার।

সভায় মু. মজির উদ্দিন আনসার মাস্টারের সভাপতিত্বে ও সমিতির অতিরিক্ত সচিব খালেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি মু. জালাল উদ্দিন, খলিল চৌধুরী এ বি নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মাথিউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, কসবা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক কবি আব্দুল আহাদ, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু.আব্দুদ দাইয়ান, শিক্ষক সমীরণ দাস, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।

সভায় মু. মজির উদ্দিন আনসার মাস্টার বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মাধ্যমিক স্তরের শিক্ষার মান আরও উন্নত হতো। বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করতে হবে। এছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত