মৌলভীবাজার প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৭ ০৩:৪১

মৌলভীবাজারে ‘টেনেসী’ ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টের উদ্বোধন

মৌলভীবাজার শহরের কোর্ট রোড চৌমোহনায় ‘টেনেসী’ ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভিন্ন আঙ্গিকের এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ও লেখক মোহাম্মদ আবদুল খালিক, প্রথম আলো জেলা প্রতিনিধি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সিপিবি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ বলু, সাংবাদিক সালেহ এলাহি কুটি, উদীচী মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজারের সভাপতি ফাতিমা মেহরীন, সাধারণ সম্পাদক অরণ্য রণি ও অন্যান্য বন্ধুরা।

উদ্বোধনের পর সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাড. মকবুল হোসেনসহ মৌলভীবাজারের বিশিষ্টজনেরা টেনেসীতে আসেন।

প্রথম দিন সকল ধরনের খাবার না থাকলেও টেনেসীর স্বত্ত্বাধিকারী অপূর্ব সোহাগ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরের দিন (৭ নভেম্বর) থেকে সকল রকমের খাবারই পাওয়া যাবে, আজ প্রথম দিন বলে নির্দিষ্ট কয়েকটি খাবার রাখা হয়েছে।

তিনি আরো বলেন, টেনেসী’র সর্বোচ্চ চেষ্টা থাকবে মান সম্মত খাবার পরিবেশন করা সেই সাথে খাবারের মান ধরে রাখা।

উদ্বোধনের প্রথম দুই সপ্তাহ থাকছে সবার জন্য ১০% ছাড়। তাছাড়া টেনেসীতে শিক্ষার্থীদের জন্য সব সময়ই রয়েছে ১০% ছাড়।

টেনেসীতে পার্সেলের সাথে থাকছে হোম ডেলিভারির ব্যবস্থাও।

আপনার মন্তব্য

আলোচিত