জগন্নাথপুর প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৭ ০০:২৪

জগন্নাথপুরে প্রাথমিক ও ইবতেদায়ীতে অনুপস্থিত ৫.২৭শতাংশ

সারা দেশের ন্যায় রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম দিনেই এ উপজেলায় ইংরেজি বিষয়ে সর্বমোট ৬০৭৪ শিক্ষার্থীদের মধ্যে ৫.২৭শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্র আরও জানায়, এবারের সমাপনী পরীক্ষায় ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ৫হাজার ২শত ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে প্রথম দিনের ইংরেজি পরিক্ষায় ২৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত।

এদিকে- ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ৮শত ৬১জন শিক্ষার্থী অংশ নিলে ৮৬ জন অনুপস্থিত ছিল।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা জানান, অনুষ্ঠিত পরীক্ষায় শতকরা ৯৪.৭৩শতাংশ উপস্থিত ও ৫.২৭শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত