নবীগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০১৮ ১৬:২৮

বাহুবলে ট্রাকের ধাক্কায় কৃষকের প্রাণহানি

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ধান নিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মুখলিছ মিয়া (৫৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুখলিছ উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত কালাধন মিয়ার ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবুল কালাম (৪০) নামে অপর এক কৃষক। তিনি একই এলাকার মৃত জয়ধন মিয়ার ছেলে। তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মুখলিছ এবং আবুল কালাম সারাদিন পাশের হাওর থেকে ধান সংগ্রহ করেন। পরে গভীর রাতে ৩০ থেকে ৪০ বস্তা ধান মহাসড়কের পাশে রেখে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দিলে বস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মুখলিছ। এছাড়া গুরুতর আহত হন আবুল কালাম।

তিনি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

আলোচিত