বড়লেখা প্রতিনিধি

০৯ মে, ২০১৮ ২৩:১৪

বড়লেখায় ঝড়ে খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (৯ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্নস্থানে বিদ্যুৎয়ের খুঁটি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এতে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা।

বুধবার রাত সাড়ে দশটায় এ সংবাদ লেখা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার খবর পাওয়া গেছে। শুধু ১নং ফিডারের আওতাধীন পৌর শহরের বাজার অংশে সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরের মধ্যে এ অংশে বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে পল্লীবিদ্যুৎ অফিস।

পল্লী বিদ্যুৎয়ের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে একটার দিকে বড়লেখা উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় আধঘন্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎয়ের লাইনে গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে বিদ্যুৎয়ের খুঁটি। এতে লাইন ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

ঝড়ে পৌরশহরের ডাকবাংলো এলাকায় গাছ পড়ে বিদ্যুৎয়ের একটি খুঁটি ভেঙে গেলে এতে ৭৫ কেভি ট্রান্সফরমার ব্যাংক নষ্ট হয়ে যায়। বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেরামত কাজ চলছে বলেও জানা যায়।

এ ব্যাপারে বড়লেখা পল্লী বিদ্যুৎয়ের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস রাত সাড়ে নয়টায় বলেন, ‘ঝড়ে পৌরশহর ডাকবাংলো এলাকায় ৭৫ কেভি বিদ্যুৎয়ের ট্রান্সফরমার ব্যাংকসহ খুঁটি ভেঙে গেছে। শ্রীমঙ্গল থেকে নতুন ট্রান্সফরমার আনা হচ্ছে। এছাড়া বিভিন্নস্থানে গাছপালা ভেঙে বিদ্যুৎয়ের খুঁটিতে পড়ে তার ছিঁড়ে গেছে। সকল লাইন চেক করা হচ্ছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কর্মচারীরা আপ্রাণ চেষ্টা করছেন। আবহাওয়া ভালো থাকলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে পৌর শহরের বাজার অংশের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।’

আপনার মন্তব্য

আলোচিত