নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০১৯ ১৫:৪৩

সিলেট-ঢাকা রুটে সকালে ফ্লাইট চালুর ঘোষণা ইউএস বাংলার

৩১ মার্চ থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সকালে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এ উদ্যোগ নেওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইউএস বাংলা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ।

মঙ্গলবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট চেম্বার দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে।

চেম্বার সভাপতি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের এ ফ্লাইট চালুর ফলে সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ইতোপূর্বে ইউএস বাংলা এয়ারলাইন্স সিলেট চেম্বারের দাবির প্রেক্ষিতে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালু করে এবং এরপর থেকে সিলেট চেম্বার সপ্তাহে সাতদিন সকালের ফ্লাইট চালুর জন্য দাবি জানিয়ে আসছিল। সিলেট চেম্বারের দাবির প্রেক্ষিতে এ ফ্লাইটটি চালু হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ইউএস বাংলা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

এতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, পর্যটক ও সাধারণ যাত্রীরা অত্যন্ত উপকৃত হচ্ছেন। 

আপনার মন্তব্য

আলোচিত