জুড়ী প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৯ ২৩:০১

গুজব রটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জুড়ী পুলিশের

‘ছেলেধরা বা পদ্মা সেতুর জন্য মানুষের মাথা দরকার’ এমন গুজব ছড়িয়ে মৌলভীবাজারের জুড়ীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে জুড়ীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জুড়ী পুলিশ।

গুজবে কান না দিতে জনগণকে সচেতন ও সতর্ক করতে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে বুধবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন বাজারসহ উপজেলার সর্বত্রে মাইকিং করা হচ্ছে।

এ উপলক্ষে দুপুরে জুড়ী থানা পুলিশের উদ্যোগে তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত