কমলগঞ্জ প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৯ ১৮:১৭

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ আটা ময়দা দিয়ে খাদ্য তৈরি করার দায়ে শমশেরনগর বাজারের ঢাকা ফুডস এন্ড বেকারি ৩০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় জেবিএল ফার্মেসী ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্যপন্য তৈরি করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার দায়ে ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।  

আপনার মন্তব্য

আলোচিত