সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৯ ২৩:০০

নবাগত ওসি সজল কুমার কানুর সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লা'র সৌজন্যে সাক্ষাৎ

সিলেটের কোম্পানীগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লা'র কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি সজল কুমার কানুর আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন,সহসভাপতি মঈন উদ্দীন মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম,যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান,ওসি তদন্ত রজিউল্লাহ খান,অপারেশন অফিসার এস আই খায়রুল বাশার,প্রেসক্লা'র কার্য্যকরী সদস্য,ইকবাল হোসেন,সোহেল রানা,আনোয়ার সুমন,আব্দুল্লাহ আল নোমান,আকবর রেদওয়ান মনা,আব্দুল জলিল,জিকরুল ইসলাম,কবির আহমদ,ফখর উদ্দীন প্রমুখ।

কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে জিরো টলারেন্স সহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত থাকার কথা ব্যক্ত করেন নবাগত ওসি সজল কুমার কানু।

তিনি বলেন, কোম্পানীগঞ্জকে মাদকের নিরাপদ রোড হিসাবে ব্যবহার করতে দেয়া হবে না। তার কর্মকালীন সময়ে কোম্পানীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকা গুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

এসময় প্রেসক্লা'র নেতৃবৃন্দ পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

নবাগত ওসি সজল কুমার কানু এর আগে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ওসি ছিলেন। মাদক বিরোধী সেলের ওসি থাকাকালে তিনি জকিগঞ্জ, কোম্পানীগঞ্জসহ বেশ কয়েকটি থানায় মাদক বিরোধী অপারেশন করে প্রশংসিত হয়েছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

আপনার মন্তব্য

আলোচিত