জুড়ী প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২০ ১৮:৫৩

জুড়িতে বিস্ফোরক আইনের শর্ত লঙ্ঘন, জরিমানা

মৌলভীবাজারের জুড়িতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে চলা এ অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা, বিস্ফোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে কলেজ রোডে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ মেডিসিনকে ৩ হাজার টাকা, ভবানীপুর বাজারে অবস্থিত বধুয়া বিউটি পার্লারকে ১ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত আলোকিত সৌর বিদ্যুৎ এন্ড গ্যাস হাউজকে ৩ হাজার টাকা, সাজ বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত