ছাতক প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২০ ২০:৩৬

ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার আরও দু’আসামী হাজতে

ছাতকে মাওলানা ইয়াকুব আলী হত্যা মামলার দু’ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আদালতে হাজিরা দিতে গেলে আদালত মামলার এজাহারভুক্ত ১৩ নং আসামী দিঘলী খোজারপাড়া গ্রামের কমর উদ্দিনের পুত্র মুক্তার আলী ও দিঘলী রামপুর গ্রামের বদর উদ্দিনের পুত্র এজাহারভুক্ত ২৬ নং আসামী ওয়ারিছ উদ্দিনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ হত্যা কাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন আসামী জেল হাজতে রয়েছেন।

মাওলানা ইয়াকুব আলী শিবনগর গ্রামের খুরশীদ আলীর পুত্র। গত বছরের ৭ নভেম্বর প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই আওলাদ আলী বাদী হয়ে ছাতক থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এলাকায় একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ হত্যা মামলায় ২৩ জন আসামী জামিনে আছেন। প্রধান আসামীসহ ১১ জন আসামী পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত