২৯ নভেম্বর, ২০১৫ ১৩:২৭
চার বছর আগে স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ ক্যাম্পেইন শুরু করেছিলেন ওয়াসফিয়া নাজরীন।
সম্প্রতি তিনি পৃথিবীর সাতটি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ সম্পন্ন করেছেন। এই সাফল্য তিনি মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের উৎসর্গ করেছেন।
তাঁর এই দুঃসাহসিক অভিযানকে বাংলার নারীদের জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক মনে করেন তিনি।
ওয়াসফিয়া বলেন- আমাদের সবার কাজের জায়গাতেই সংগ্রাম রয়েছেন, নারীদের ক্ষেত্রে সে সংগ্রাম অনেক বেশি। সবাই যদি নিজের জায়গা থেকে নিজের কর্মক্ষেত্রের পাহাড় অতিক্রম করতে পারে তাহলে দেশটাই পাল্টে যাবে।
পৃথিবীর সাত-শৃঙ্গের অভিযানে কবে কোন পাহাড়ে আরোহণ করেছেন ওয়াসফিয়া আর সেইসব পাহাড়ের উচ্চতাই বা কত ছিল। এক নজরে জেনে নেয়া যাক তা...
আফ্রিকা
নাম: কিলিমানজারো, উচ্চতা: ৫,৮৯৫ মিটার, আরোহণের সময়: ২০১১ সালের ২ অক্টোবর
দক্ষিণ অ্যামেরিকা
নাম: আকনকাগুয়া, উচ্চতা: ৬,৯৬১ মিটার, আরোহণের সময়: ২০১১ সালের ১৬ ডিসেম্বর
এশিয়া
নাম: এভারেস্ট, উচ্চতা: ৮,৮৪৮ মিটার, আরোহণের সময়: ২০১২ সালের ২৬ মে
অ্যান্টার্কটিকা
নাম: মাউন্ট ভিনসন, উচ্চতা: ৪,৮৯২ মিটার, আরোহণের সময়: ২০১৩ সালের ৪ জানুয়ারি
ইউরোপ
নাম: মাউন্ট এলব্রুস, উচ্চতা: ৫,৬৪২ মিটার, আরোহণের সময়: ২০১৩ সালের ২৮ মার্চ
উত্তর অ্যামেরিকা
নাম: ডেনালি, মাউন্ট ম্যাককিনলে নামেও পরিচিত, উচ্চতা: ৬,১৯৪ মিটার, আরোহণের সময়: ২০১৪ সালের ২৩ জুন
ওশেনিয়া
নাম: কার্সটেসনস পিরামিড, পুঞ্জাক জায়া নামেও পরিচিত, উচ্চতা: ৪,৮৮৪ মিটার, আরোহণের সময়: ২০১৫ সালের ১৮ নভেম্বর
আপনার মন্তব্য