নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১০

মায়াবী, মায়াবন

প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের আধার সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এই উপজেলায়ই রয়েছে- জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই, রাতারগুলের মতো নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত এলাকা।

এই উপজেলারই 'জুগিরকান্দি জলারবন’ পর্যটকদের জন্য নতুন আকর্ষন হয়ে ওঠেছে। যা পর্যটকদের কাছে মায়াবন নামে পরিচিত। এই উপজেলারই জাফলংয়ের সীমান্ত লাগোয়া মায়াবী ঝর্ণায়ও সাম্প্রতিক সময়ে ঢল নামছে পর্যটকদের।

পর্যটকদের এই দুই নতুন আকর্ষন নিয়ে ফটো ফিচার

আপনার মন্তব্য

আলোচিত