সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০২৪ ০০:০২

বেইলি রোডের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে বাম জোট নেতৃবৃন্দ

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ শুক্রবার (১ মার্চ ২০২৪) বিকেলে বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন।

স্থানীয় জনসাধারণ জানান, বিল্ডিংয়ের দিকে তাকালেই দেখা যায় এই বিল্ডিংয়ে দুর্ঘটনা ঘটলে মানুষ বেরোনোর মত উল্লেখযোগ্য কোনো পথ নাই। দিনের বেলায়ও এই ভবনে বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা না থাকলে সেখানে একরকম অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিরাজ করে।

গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে নিমতলী, চকবাজারের চুড়িহাট্টা, বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। প্রতিটি ঘটনার পরই সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। কিন্তু কোনো তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয় না। কোনো কোনো কমিটির পক্ষ থেকে যদিও কিছু সুপারিশ করা হয়, সেই সুপারিশ বাস্তবায়নেও আমরা কোনো অগ্রগতি দেখিনি। অতীতে যদি এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে একের পর এক এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের প্রাণ হারাতে হতো না।

নেতৃবৃন্দ বলেন, তথাকথিত উন্নয়ন এবং এই ধরনের সুরম্য ভবন তৈরি করলেও নিয়ম না মেনে এখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়। এজন্য ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এবং এগুলো দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করেন না। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নেতৃবৃন্দ তাদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।

নেতৃবৃন্দ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসাসহ ক্ষতিপূরণেরও দাবি জানান।

পরিদর্শনের সময় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শামীম ইমাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, সিপিবি নেতা মানবেন্দ্র দেবসহ বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত