সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৫

বরিশালে দোকান ও মন্দিরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

বরিশালের উজিরপুরের কারফা বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬টি দোকান, একটি মন্দির, একটি ক্লাবঘর ও দুইটি অটোরিকশা। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে।

উজিরপুর ও গৌরনদী থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুড়ে যায় একটি বইয়ের দোকান, দুইটি ওষুধের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও প্রভাতী যুব সংঘের কার্যালয়। এছাড়া পাশের একটি দুর্গা মন্দিরেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে মন্দিরে লাগা আগুন নিভিয়ে ফেলায় মন্দিরের তেমন একটা ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত