বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি

০৫ এপ্রিল, ২০১৭ ১৫:১৫

বেনাপোলে ২৩৫০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ চালক আটক

বেনাপোলে ২৩৫০ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেটকার ও চ‌ালক হারুনার রশিদ (৩০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (৫ এপ্রিল) সকালে বেনাপোলের দীঘিরপাড় এলাকা থেকে ফেন্সিডিল বোঝাই প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়েছে। আটক হারুনার রশিদ বেনাপোলের ভবেরবেড় গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খব‌রে জান‌তে পা‌রি বেনাপোল দীঘিরপাড় হ‌য়ে ফেন্সিডিল বোঝাই সাদা রং এর একটি প্রাইভেট কার যশোরের দিকে যাচ্ছে। এমন সময় ৪৯ বিজিবির সুবেদার শহীদুলের নেতৃত্বে বিজিবি সদস্যরা দীঘিরপাড় এলাকায় অবস্থান নেয়। এই সময় (ঢাকা মেট্রো-গ- ১১-৩৫৫০) প্রাইভেটকারের গ‌তি রোধ ক‌রে কারসহ চালক‌কে আটক করে বিজিবি সদস্যরা। প‌রে বি‌জি‌বি ক্যা‌ম্পে এনে গাড়ি তল্লাশী করে ভারতীয় ২৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি’র টুআইসি মেজর নজরুল ইসলাম জানান, আটককৃত চালকের বিরুদ্ধে মামলা দা‌য়ের ক‌রে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত