নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৭ ১৪:২৩

আদালত প্রাঙ্গণে ইমরানের উপর হামলা, বিক্ষোভ কর্মসূচি

জামিন নিতে আদালতে ইমরান এইচ সরকার, পাঁচ হাজার টাকার মুচলেকায় তিনি জামিন পেয়েছেন

আদালত প্রাঙ্গণে ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার প্রতিবাদে রোববার (১৬ জুলাই) বিকেল ৫টায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

রোববার (১৬ জুলাই) আদালত থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে এক ছাত্রলীগ নেতার মামলার জামিন নেওয়ার পর ফেরার পথে ইমরানের ওপর এ হামলা হয়।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণজাগরণ মঞ্চের মিছিলের স্লোগানকে কেন্দ্র করে দায়ের করা হয়রানিমূলক মামলায় জামিনাদেশের পর আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতেই নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করে ছাত্রলীগ।

সকাল সাড়ে এগারোটায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের জামিনাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। এসময় হামলা হয় বলে অভিযোগ গণজাগরণ মঞ্চের।

ঘটনার প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, "আদালতেও যখন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা লাঠিসোটা, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তখন এই দেশটাকে আর কোনোভাবেই সভ্য দেশ বলা যায় না। এই দেশটা এখন মাস্তান, সন্ত্রাসী আর ছিনতাইকারীদের অভয়ারণ্য। এই চোর ডাকাতরা ক্ষমতায় থাকবে, লুটপাট করবে, ধর্ষণ করবে, খুন করবে কিন্তু কিছুই বলা যাবে না। প্রতিবাদ করলে মামলা করবে, আদালতে গেলে সন্ত্রাসী হামলা করবে।"

তিনি বলেন, "আদালতেও যদি হামলা হয় তাহলে আদালতের প্রতি মানুষ কিভাবে শ্রদ্ধা জানাবে?"

উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ২৮ মে রাতে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা’ স্লোগান দেওয়া হয়।

মামলার আগে ইমরান এইচ সরকারকে পেটানোর হুমকি দিয়েছিলেন এ ছাত্রলীগ নেতা।

আপনার মন্তব্য

আলোচিত