সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৪১

টঙ্গীতে ফিসপ্লেট ভেঙে ট্রেন লাইনচ্যুত

সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এরপর থেকে ঢাকাগামী এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন থেকে কয়েকশ মিটার দক্ষিণে নতুন বাজার এলাকায় একাধিক ফিসপ্লেট ভেঙে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ঢাকার কমলাপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত