বেনাপোল প্রতিনিধি

০২ অক্টোবর, ২০১৮ ১৫:৪৯

বেনাপোলে ৭৫ লাখ টাকার শাড়ি, ঔষধ ও আতশবাজি জব্দ

বেনাপোল সীমান্ত থে‌কে পৃথক অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, আমদানি নিষিদ্ধ ঔষধ ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বি‌জি‌বি সদস্যরা।

মঙ্গলবার (২ অক্টোবর) সকালে শিক‌ড়ি বটতলা ও গাতিপাড়া গ্রাম থে‌কে এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি পাচার করে সীমান্তের শিক‌ড়ি বটতলা ও গাতিপাড়ার মাঠের মধ্যে অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত