সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২১ ১৬:২৩

দেশে প্রথম করোনার টিকা নিলেন রুনু ভেরোনিকা কস্তা

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে দেশে এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলো।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর বিকেল ৪টা ৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

এসময় একই হাসপাতালের আরও একজন চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা ও একজন সেনা কর্মকর্তাকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

এ সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রান্তে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত