সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৩১

চতুর্থ দিন টিকা গ্রহণে দেড় লাখের বেশি লোক

গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকা কার্যক্রম শুরুর পর দিন দিন টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বুধবার টিকা প্রয়োগের চতুর্থ দিনে দেশে দেড় লাখের বেশি লোক টিকা গ্রহণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত চার দিনে সারাদেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছেন।

এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের ২৭৭ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) জানিয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৭৫৪৯ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহীতে ১৭ হাজার ৯৭১ জন, রংপুরে ১৪ হাজার ২২৪ জন, খুলনায় ১৭ হাজার ১১৫ জন, বরিশালে ৬১৪৭ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন।

নিবন্ধন করে ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে।

আপনার মন্তব্য

আলোচিত