নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি , ২০২১ ২০:১৪

গণটিকার ষষ্ঠ দিনে ১ লক্ষ ৯৪ হাজার জনের টিকাগ্রহণ

করোনার গণটিকা কার্যক্রমের ষষ্ঠ দিনে সারাদেশে ১ লক্ষ ৯৪ হাজার ৩৭১ জনকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে ছয়দিনে দেশে মোট ৭ লক্ষ ৩৬ হাজার ৬৮০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হলো।

ষষ্ঠ দিনে সারাদেশে টিকা নেওয়া ১ লক্ষ ৯৪ হাজার ৩৭১ জনের মধ্যে ১ লক্ষ ২৭ হাজার ৪৩ জন পুরুষ এবং ৬৭ হাজার ৩৭৮ জন নারী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিভাগওয়ারী হিসাবে সর্বোচ্চ টিকা গ্রহণ করেছেন ঢাকা বিভাগে। ঢাকায় টিকা নিয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৬ হাজার ৮৭ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৭ হাজার ৭১৮ জন; রাজশাহীতে ২২ হাজার ৭৪ জন; রংপুরে ১৭ হাজার ৫৪২ জন; খুলনায় ২১ হাজার ২৭৮ জন; ময়মনসিংহে ৮ হাজার ৯০ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ৭ হাজার ৫১৩ জন।

দেশে করোনার টিকাদান কার্যক্রমের প্রথমদিনে (৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন (৮ ফেব্রুয়ারি) টিকা নেন, ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয়দিন (৯ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ এক হাজার ৮২ জন, চতুর্থ দিন (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। তবে ১২ ফেব্রুয়ারি, শুক্রবার হওয়ায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম।

আপনার মন্তব্য

আলোচিত