নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি , ২০২১ ২১:১৯

করোনার টিকা নিলেন আরও ২ লাখ ২৫ হাজার ২৮০ জন

করোনাভাইরাসের চলমান গণটিকাদান কার্যক্রমে সোমবার ২ লাখ ২৫ হাজার ২৮০ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৩ লাখ ৫ হাজার ১৫৭ জনকে তা দেওয়া হলো।

সোমবার (২২ ফেব্রুয়ারি) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

বিভাগভিত্তিক হিসাবে এদিনও সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকা বিভাগে। এদিন এ সংখ্যা ৬৯ হাজার ৯৩৮ জন; এদের মধ্যে পুরুষ ৩০,৭৭১ জন এবং নারী ১৮,৫১০ জন। সিলেটে সোমবার টিকা নিয়েছেন সিলেটে ১১ হাজার ৯৬২ জন। এদের মধ্যে পুরুষ ৯,৩৩৮ জন এবং নারী ৫,৯২২ জন।

এছাড়াও চট্টগ্রামে ৪৯ হাজার ২৮১ জনের মধ্যে পুরুষ ৩০,৭৭১ জন এবং নারী ১৮,৫১০ জন; রাজশাহীতে ২২ হাজার ৬৭০ জনের মধ্যে পুরুষ ২০,১২৮ জন এবং নারী ১২,০৯৬ জন; রংপুরে ২০ হাজার ৩১৮ জনের মধ্যে পুরুষ ১২,৪১৮ জন এবং নারী ৭,৯০০ জন; খুলনায় ৩০ হাজার ৪৬৬ জনের মধ্যে পুরুষ ১৮,৪৩০ জন এবং নারী ১২,০৩৬ জন; ময়মনসিংহে ১৯ হাজার ৯০১ জনের মধ্যে পুরুষ ৭,১৮৪ জন এবং নারী ৪,৭৭৮ জন; এবং বরিশালে ১০ হাজার ৬৩১ জনের মধ্যে পুরুষ ৬,৬৪৩ জন এবং নারী ৩,৯৮৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত