সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০২১ ১২:৩২

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন দেশে দুইজনের দেহে

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের সঙ্গে দেশে দুই ব্যক্তির শরীরে ধরা পড়া ভাইরাসের মিল পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানী মুগদা হাসপাতালের সেবা সপ্তাহ উদ্বোধনকালে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরনটি শনাক্ত হয় ২০২০ সালের নভেম্বরে। এটি ৪০ থেকে ৮০ শতাংশ বেশি সংক্রামক বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ১০০টির বেশি দেশে ধরনটি শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার বলেন, ‘দুই থেকে তিন মাস আগেই নতুন ধরনের করোনার স্ট্রেইন পাওয়া গেছে দেশে, যেটা ব্রিটেনের সঙ্গে মেলে। করোনার ভ্যাকসিন নতুন ধরনের করোনাকে প্রতিরোধ করতে সক্ষম।’

তিনি বলেন, ‘দেশে দুই ব্যক্তির শরীরে যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের সঙ্গে মিল পাওয়া গেছে। সেটার জিনোম সিকোয়েন্স করেই জানা গেছে। এটার আরও জিনোম সিকোয়েন্স করছে সায়েন্স ল্যাব, আইইডিসিআর, আইসিডিডিআরবিসহ বেশ কয়েকটি ল্যাব।’

নতুন ধরনের কারণেই সংক্রমণ বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে আবুল বাশার বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে সঠিকভাবে বলা সম্ভব নয়। এটা নিয়ে কোনো গবেষণা নেই। তবে মানুষ উদাসীনভাবে চলছে।

‘বিয়েশাদি, সামাজিক অনুষ্ঠানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সেই কারণে শনাক্তের হার বাড়তে পারে। তবে বিজ্ঞানভিত্তিক তথ্য নেই সংক্রমণ বৃদ্ধির।’

আপনার মন্তব্য

আলোচিত