সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০২১ ২০:১৮

আরও ৯৯ হাজার জনের ভ্যাকসিন গ্রহণ

বৃহস্পতিবার সারাদেশে আরও ৯৯ হাজার ১৭৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। গত ৭ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম শুরুর পর থেকে বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন। এদেরমধ্যে পুরুষ ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন, নারী ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এযাবৎ মোট নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ৮২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ২১৪ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৬৯১ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৬৮৮ জন, খুলনা বিভাগে ১৩ হাজার ২৮৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৬৩৫ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ৭৪১ জন ভ্যাকসিন নিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত